আপনার যদি একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহালে কম্পিউটারের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার এর প্রয়োজন হবে। তাই আজকের আর্টিকেলে আমি এমন ১২ টি ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেখান থেকে আপনি ফ্রিতে কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন।

যারা কোন প্রতিষ্ঠান কিংবা অফিসে কম্পিউটার কোন কাজের সাথে জড়িত তাদের জন্য বা একেবারে নতুনদের জন্য এই কোর্সটি উপযোগী ।
 এই কোর্সের মাধ্যমে অফিসের যাবতীয় কাজ যেমন ডকুমেন্ট তৈরী, সিভি তৈরী, সাধারণ হিসাব তৈরী, প্রেজেন্টেশন  
 তৈরী, ইন্টারনেট ব্যবহার, ই-মেইল আদান প্রদান ইত্যাদি কাজ কোর্স শেষে সম্পূর্ন-রূপে করতে পারবেন ইনশাআল্লাহ।
 কোর্স শেষে আউটসোসিং এ কাজ করার প্রাথমিক জ্ঞান অর্জন করবেন।
সফল আত্মকর্মী/যুব উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বিষয়ে সচেষ্ট হবেন ইনশাআল্লাহ।

কম্পিউটারের জন্য সকল ধরনের সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিতে পারবেন। এই সাইট গুলোতে windows 7, Windows 8, wounds 10  এবং মাইক্রোসফট অফিস (Microsoft Office), এডোবি ফটোশপ(Adobe Photoshop), এডোবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator) সহ সব সফটওয়্যার ডাউনলোড করতে পাবেন।

ফ্রি সফটওয়্যার ডাউনলোড- free software download for pc

(১) Filehippo.com 

(২) Softpedia.com

(৩) SnapFiles.com

(৪) FileHorse.com

(৫) FileCluster.com

(৬) Download.com

(৭) FreeWareFiless.com

(৮) Softonic.com

(৯) Software.Informer.com

(১০) Soft32.com

(১১) Sourceforge.com