সোজা ভাবে বললে, গ্রাফিক ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে আমরা নিজের ধারণা, শিল্প (art) এবং দক্ষতা (skills) ব্যবহার কোরে ছবি (pictures), শব্দ (words), পাঠ (text) এবং ধারণার মিশ্রণ (combine) কোরে একটি আলাদা এবং নতুন ছবি (picture) তৈরি করি।

Text, pictures এবং ধারণার মিশ্রনের দ্বারা তৈরি হওয়া এই নতুন ছবি বা গ্রাফিক বিভিন্ন advertisementsmagazine, books, website বা logo সাজানোর জন্য বা ডিজাইন এবং তৈরি করার জন্য ব্যবহার করা যেতে পারে।

বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন (Graphic Design) অনেক জনপ্রিয় একটি মাধ্যম যার মধ্য দিয়ে অনেকেই ক্যারিয়ার ডেভলপ করতে পারে এবং গ্রাফিক্স ডিজাইন কোর্স করার পরে আপনার চাকরির সুযোগ অনেক অনেক গুণ বেশি থাকবে ।

গ্রাফিক্স ডিজাইনিং এর মাধ্যমে আমরা অনেক রকমের visual concepts তৈরি করতে পারি। আসলে এর মাধ্যমে বিভিন্ন রকমের আইডিয়া এবং জ্ঞান আমরা ছবির মাধ্যমে প্রকাশ করি।

এই Graphics design এর কাজ আমরা, নিজের হাত দিয়েও করতে পারি বা বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার (computer software) বা এপ্লিকেশন (application) এর মাধ্যমেও করে নিতে পারি।

কিন্তু, অ্যাডভান্সড (advanced) এবং প্রফেশনাল ভাবে ডিজাইন তৈরি করার জন্য, আমাদের একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ব্যবহার করাটা জরুরি।

কি কি কাজে গ্রাফিক্স ডিজাইন ব্যবহার করা হয় ?

বর্তমানে বিভিন্ন এবং প্রায় অনেক কাজেই গ্রাফিক্স ডিজাইন ব্যবহার করা হয়। সেই, কাজ গুলির কিছু আমি নিচে আপনাদের বলে দিচ্ছি।

  • কোম্পানির ব্র্যান্ড (brand) পরিচয় বা লোগো (logo) তৈরি।
  • প্রিন্টেড করা জিনিসে (বই, নিউস পেপার, ম্যাগাজিনে) .
  • অ্যালবাম কভার (album cover) তৈরি।
  • ব্যানার বিজ্ঞাপন (banner advertisement) তৈরি।
  • Digital advertisement তৈরি করার সময়।
  • বিভিন্ন blog এবং website এ এর ব্যবহার হচ্ছে।
  • জলের বোতলে থাকা ওই ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ভোগ্যপণ্য (consumer products) তে থাকা ডিজাইন।
  • অনলাইন এবং টিভি (TV) তে ব্যবহার করা গ্রাফিক্স (GRAPHICS) এবং টাইটেল (TITLE) .
  • বিভিন্ন GREETINGS CARDS এ।
  • বিয়ের invitation cards এ।
  • T-shirts এবং জামা কাপড় ডিজাইন করার সময়।
  • অ্যানিমেশন (animation) বানানোর সময়।
  • Business ও visiting cards বানানোর সময়।

এ ছাড়া আরো অনেক অনেক কাজ রয়েছে, যেখানে গ্রাফিক ডিজাইনিং এর কাজের প্রয়োজন।

ঘরে বোসে অনলাইন graphic design কিভাবে শিখবো ?

ঘরে বসে অনলাইনে গ্রাফিক্স শেখার জন্য বেশ কয়েকটি উপায় রয়েছে সেগুলোর সবথেকে কার্যকরী উপায় হল :

  • YouTube ভিডিও দেখে। 
  • বিভিন্ন tutorial websites এ গিয়ে।
  • Udemy র মাধ্যমে কোর্স।
  • Sotota IT Graphic Design Online & Offline Course
  • তাছাড়া বিভিন্ন টিউটোরিয়াল অনুসরণ বা ওয়েবসাইটের আর্টিকেল পড়ে

ঘরে বসে graphic design শেখার জন্য প্রথমেই আপনারা Photoshop, CorelDraw, Adobe Illustration এগুলির মতো সফটওয়্যার বা গ্রাফিক্স টুল ব্যবহার করা শিখুন।

এই ধরণের গ্রাফিক্স টুলের ব্যবহার শিখলে আপনারা logo, business ও visiting cards, nameplate design এর মতো অনেক ডিজাইন বানিয়ে নিতে পারবেন।

তারপর, আস্তে আস্তে এই বিষয়ে আরো অ্যাডভান্সড ভাবে শেখা শুরু করতে পারবেন।

YouTube এর দ্বারা শিখুন :

YouTube এর মাধ্যমে আপনারা অনেক সহজেই অনেক গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালের ভিডিও পেয়ে যাবেন। ভিডিও গুলি এক এক করে দেখে, নিজের দক্ষতা, জ্ঞান এবং নলেজ আপনারা বাড়িয়ে নিতে পারবেন। ভিডিও দেখে যেকোনো জিনিস শিখাটা কিন্তু অনেক সহজ এবং সোজা।

ওয়েবসাইটের মাধ্যমে শিখুন :

ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যেগুলিতে গিয়ে আপনারা ফ্রীতে graphics design course শিখতে ও করতে পারবেন। এই ক্ষেত্রে, আপনারা Google এ গিয়ে সার্চ করলেই এরকম বিভিন্ন টিউটোরিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন।