কম্পিউটারে আরবি কিভাবে টাইপ করা যাবে? 


এখানে উইন্ডোজ কম্পিউটারে অ্যারাবিক ইনস্টল করার নিয়ম দেখানো হয়েছে। অ্যারাবিকের জন্য আলাদা কোন সপ্টওয়ার ইনস্টল দেওয়ার প্রয়োজন নেই। অ্যারাবিকসহ বিশ্বের অধিকাংশ ভাষা লিখার জন্য প্রোগ্রাম আপনার কম্পিউটারে আগে থেকেই সেট করা আছে। আপনার প্রয়োজন শুধু সেটাকে এনাবল করে নেওয়ার। তো প্রথমে ভিডিও দেখে অ্যারাবিক এনাবল করার পদ্ধতি জেনে নিন।

বাংলা পঞ্চাশটি, ইংরেজি ছাব্বিশটি আর আরবি ঊনত্রিশটি হরফে (Letter বা বর্ণ) লেখা হয়। বাংলায় যেমন কার বা ফলা (বর্ণের সংক্ষিপ্ত রূপ) আছে, আরবিতে আছে হরকত। যদিও নবী করিম (সা.)-এর সময় হরকতের প্রচলন ছিল না। পরে হাজ্জাজ বিন ইউসুফ হরকতের প্রচলন করে আরবি ভাষাকে অনারবিদের নিকট আরো সহজ করে দিয়েছেন।

পবিত্র কুরআন ও হাদিস শরিফ থেকে দলিল দিতে গিয়ে বা ভিসা প্রসেসিং বা মিডল-ইস্টদের সাথে যোগাযোগের ক্ষেত্রে অ্যারাবিকই একমাত্র মাধ্যম। হাতের কাছে কম্পিউটার থাকতে অ্যারাবিক কম্পোজের জন্য এদিক-ওদিক ছোটাছুটি করবেন কেন? সাইফুল বিন আ. কালামের একটি মাত্র ক্লাসে শিখে নিন অ্যারাবিক টাইপ। অনেক সহজ এ টাইপ। শুধু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এই ফর্মুলা ব্যবহার করে এম. এস. ওয়ার্ডসহ ফটোশপ ও ইলাস্ট্রেটরেও অ্যারাবিক টাইপ করা যাবে।

উইন্ডোজ আসলে দীর্ঘমেয়াদী বা স্বপ্লমেয়াদী হয় না। এটা আপনার ব্যাবহারের উপর নির্ভর করে কতদিন টিকবে। সবসময় চেষ্টা করবেন উইন্ডোজ আপডেট রাখা। আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনা করলে বেশিরভাগ মানুষই পাইরেটেড কপি ইউজ করে। আপনার সামর্থ থাকলে অরিজিনাল উইন্ডোজ ব্যাবহার করুন। অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করা থেকে বিরত থাকুন। কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় না দেখে না বুঝে খালি নেক্সট নেক্সট দিয়ে যাবেন না অন্তত একটু পড়ার চেষ্টা করুন। আশা করি আপনার উইন্ডোজ লং লাস্টিং হবে।