ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে যা করণীয়
হ্যাকিং ঠেকাবেন যে নিয়মে
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে হ্যাকারদের পাতা ফাঁদে পা দেওয়া।
আপনি হয়তো মেসেঞ্জারে একটি লিংক পেলেন, যাতে লেখা, 'ওএমজি, জানো কে মারা গেছে?' আপনি লিংকে ক্লিক করলেন, দেখলেন প্রায় ফেসবুকের মতো দেখতে একটি ইন্টারফেস, কিন্তু আপনাকে আবারও লগইন করতে বলা হচ্ছে। আপনি কিছু না ভেবেই ফেসবুক অ্যাকাউন্টের ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে দিলেন। ব্যাস! আপনার পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেলো। কারণ ফেসবুক মনে করে যে ওয়েবসাইটে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিলেন, সেটি আসলে ফেসবুক নয়। যখনই ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে লগ ইন করবেন, খুব ভালোভাবে ইউআরএল (ওয়েব অ্যাড্রেস) দেখে নিতে হবে। দেখতে হবে ওয়েবসাইটের ঠিকানা https://www.facebook.com দিয়ে শুরু হয়েছে কিনা। 'facebook' বানান খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় হ্যাকাররা 'facebok', 'ffacebook' বা 'facbook' ইত্যাদি বিভ্রান্তিকর ইউআরএল ব্যবহার করতে পারে।
অ্যাকাউন্ট হ্যাক হলে যা করণীয়
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে তা আপনাকে বিভিন্ন ভাবে সমস্যায় ফেলতে পারে।
এমনও হতে পারে যে কেউ আপনার ছদ্মবেশে অন্য কাউকে বার্তা পাঠাচ্ছে কিংবা কোনো কিছু পোস্ট করছে যা অদ্ভুত ও অরুচিকর, বা আপনার ভাবমূর্তির সঙ্গে যায় না। এমন পরিস্থিতিতে যদি আপনি অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় থাকেন, তাহলে কিছু ব্যবস্থা নিতে পারেন। সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করাটা হবে প্রথম উদ্যোগ, যদি আপনি তা করতে পারেন। আর যদি লগ ইন অবস্থায় না থাকেন, তাহলে পাসওয়ার্ড রিসেটের আবেদন করুন। আপনার ইমেইল অ্যাকাউন্টে আসা নির্দেশনা অনুসরণ করে পাসওয়ার্ড বদলে ফেলুন দ্রুত। তবে হ্যাকার যদি অ্যাকাউন্টের ইমেইল ঠিকানা পরিবর্তন করে ফেলে, তাহলে হয়তো আপনি তা করতে পারবেন না। তবে তারপরও এই অবস্থা থেকে বের হয়ে আসার উপায় আছে। সিকিউরিটি সেটিংস অপশনে যান। কোন কোন ডিভাইস ও স্থান থেকে আপনি লগ ইন করেছেন, তার একটি তালিকা দেখা যাবে এখানে। তালিকা থেকে কোনোটি যদি আপনার অপরিচিত বা সন্দেহজনক মনে হয়, তাহলে এখান থেকেই লগ আউট করে দিতে পারবেন। কোন কোন অ্যাপ এবং ওয়েবসাইটে আপনি ফেসবুকের মাধ্যমে লগ ইন করেছেন, তা এই লিংকে ক্লিক করে দেখুন। কোনোটিকে যদি অপরিচিত বা সন্দেহজনক মনে হয়, তাহলে 'রিমুভ' বাটনে ক্লিক করে সেটিকে মুছে দিন।
ফেসবুক অ্যাকাউন্টে যদি লগ ইন করা না যায়
প্রথমে 'ফাইন্ড মাই অ্যাকাউন্ট' পেজে যেতে হবে। এমন কোনো কম্পিউটার বা মোবাইল থেকে কাজটি করতে হবে, যেটিতে আপনি আগে এই ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করেছেন।
স্ক্রিনে আপনার অ্যাকাউন্ট খুঁজে বের করার একটি ঘর আসবে। সেখানে ইমেইল, ফোন নাম্বার বা নাম সার্চ করে আপনার অ্যাকাউন্টটি খুঁজে বের করতে পারবেন। অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার পর সেটিতে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করে পাসওয়ার্ড রিসেট করুন।
0 Comments