. লেখালেখি করে আয় করার ওয়েবসাইট:

বর্তমান সময়ে, অনলাইনে লেখালেখি করে আয় করার সব থেকে সেরা উপায় গুলির মধ্যে একটি হলো, নানান কনটেন্ট রাইটিং ওয়েবসাইট গুলি।

ইন্টারনেটে এমন প্রচুর blogs/website গুলি আপনারা পাবেন, যেগুলিতে আর্টিকেল লেখার জন্য আমাদের টাকা দেওয়া হয়।

এমনিতে, ওয়েবসাইট গুলির থেকে তুলনামূলকভাবে অনেক কম টাকা পাওয়া যায় যদিও, একজন মহিলা বা ছাত্র-ছাত্রীদের জন্য ঘরে বসে হাতে লিখে আয় করার সেরা অনলাইন উপায় হিসেবে অনেকেই এই সাইটগুলি ব্যবহার করছেন।


আর্টিকেল লেখার এই সাইট গুলিতে নিজের একটি ফ্রি একাউন্ট তৈরি করে আপনারা বাংলাতে আর্টিকেল লিখেও ইনকাম করতে পারবেন।

এমনিতে এই ধরণের আলাদা আলাদা ওয়েবসাইট গুলি আপনাকে আলাদা আলাদা হিসেবে পেমেন্ট ওরে থাকে। তবে সেই বিষয়ে আপনারা ওয়েবসাইটে গিয়েই ভালো ভাবে বুঝে নিতে পারবেন।

Best Bangla Article Writing Sites To Earn Money:

. Studykoro.com/bangla-article-writing-job: bKash দ্বারা পেমেন্ট তুলা যায়।

. Probangla.com/article-writing-income: ১০০০ শব্দের জন্য ৮০-১০০ টাকা দিয়ে থাকে। এছাড়া, প্রতি ১৫০০ শব্দের জন্য ১২০-১৫০ টাকা এবং প্রতি ২০০০ শব্দের লেখার জন্য ১৭০-২১০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এখানেও bKash দ্বারা পেমেন্ট প্রদান করা হয়।

. Techtunes: Bangla Content Writing Site

.Techinfoai.com/p/techinfoai.html: ১০০ থেকে ৫০০ টাকা প্রতি আর্টিকেল দেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া, ইন্টারনেটে গিয়ে খানিকটা ঘাটাঘাটি করলে লেখালেখি করে আয় করার অনেক ওয়েবসাইট গুলি আপনারা পেয়ে যাবেন।

. লেখালেখি করে আয় করার জনপ্রিয় উপায় হলো ব্লগিং:

হে, আমি আপনাদের বার বার করে বলেছি যে ব্লগিং (blogging) করে আমরা ঘরে বসে একটি চাকরির তুলনায় প্রচুর বেশি টাকা ইনকাম করতে পারি।

এছাড়া, ব্লগিং করার ক্ষেত্রে আপনার কাছে একটি computer এবং internet connection থাকলেই আর অন্য কিছুর প্রয়োজন হয়না। এক্ষত্রে আপনি ঘরে বসে সম্পূর্ণ কাজ করতে পারবেন।