ডাটা এন্ট্রি কি এবং কিভাবে কাজ করে? এবং ডাটা এন্ট্রি করে মাসে কত টাকা ইনকাম করা যায়? আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি  এই বিষয়গুলো জানতে পারবেন  

  • ডাটা এন্ট্রি কি?
  • ডাটা এন্টির ভবিষ্যৎ কি?
  • ডাটা এন্ট্রি করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব?
  • ডাটা এন্ট্রি করতে হলে যা যা প্রয়োজন হয়
 আজকের এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে থাকুন। কারণ এই পোস্ট আপনি সম্পূর্ণ পড়লে ডাটা এন্ট্রি সম্পর্কে কমপ্লিটলি একটি ধারণা পাবেন।

Data Entry Course
Jamgora Computer Training Center


ডাটা এন্ট্রি কি?

তো প্রথমে বলে নিই ডাটা অর্থ তথ্য আর এন্ট্রি অর্থ সংগ্রহ করা। বিশেষ কোনো তথ্যকে সংগ্রহ করে তা লিখিবদ্ধ করাকেই ডাটা এন্ট্রি বলে। অথবা হার্ড কপি ডাটা গুলোকে সফট কপি তে বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে সাজানো গুছিয়ে রাখাকে  ডাটা এন্ট্রি বলে।

আর যে সমস্ত মানুষ ডাটা যোগ করা ডাটা সম্পাদন করার কাজ করে থাকে তাদেরকে বলা হয় ডাটা এন্ট্রি অপারেটর। আজকাল ছোট-বড় সব ধরনেরই প্রতিষ্ঠান এর ডাটা এন্ট্রি এর প্রয়োজন হয়ে থাকে। কারণ এর মাধ্যমে কোম্পানি তার ডাটাগুলোকে ইনপুট করে রাখে।

ডাটা এন্ট্রির কাজ করতে হলে যা যা প্রয়োজন?

ডাটা এন্ট্রির কাজ করতে হলে অবশ্যই আপনার যে সফটওয়্যার গুলোর জ্ঞান থাকা লাগবে তা নিচে মেনশন করা হলো:-

  • মাইক্রোসফট ওয়ার্ড
  • এক্সেল
  • গুগল সীট
  • গুগল ডক্স

উপরের এই সফটওয়্যার সম্পর্কে ভালো মত ধারণা থাকতে হবে। ডাটা অপারেটররা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন যেমন আপনাকে একটি ফাইল দেওয়া হলো সেখানে বলা হলো মাইক্রোসফট ওয়ার্ড থেকে পিডিএফএ কনভার্ট করে দিতে হবে।

অথবা অফিসার আপনাকে একটি পিডিএফ ফাইল দিল যেটা টাইপিং এর মাধ্যমে লিপিবদ্ধ করে দিতে হবে। 

এছাড়াও ধরেন ফাইবারে আপনাকে একটি কাজ দেয়া হলো যেখানে বিভিন্ন ডেটার ছবি আপনাকে দেওয়া হলো যা টাইপিং এর মাধ্যমে গুগল সিটে আপনাকে লিপিবদ্ধ করে দিতে হবে।

বিভিন্ন বড় বড় কোম্পানি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং অরগানাইজড করে থাকে যা বিভিন্ন প্রয়োজনীয় তথ্য গুগল সিটে লিপিবদ্ধ করে রাখা হয়। এছাড়াও ডাটা এন্ট্রি তে আরো কিছু কাজ করা হয়ে থাকে।

ডাটা এন্ট্রির কাজ কত প্রকার এবং কি কি?

জেনে রাখা ভালো সব ধরনের ডাটা এন্ট্রির কাজ ই যে একরকম তা কিন্তু নয়, এই ডাটা এন্ট্রি জবের অনেক ধরনের প্রকারভেদ আছে । 

এরকম কিছু ডাটা এন্ট্রি জবের টাইপ সম্পর্কে যেগুলো শিখে আপনার অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন।

ডাটা এন্ট্রি জবটাকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন- ১। অনলাইন ডাটা এন্ট্রি জব ২।  অফলাইন ডাটা এন্ট্রি জব।

অনলাইন ডাটা এন্ট্রি জব গুলোর মধ্যে যা যা রয়েছে:-

  • অনলাইন ফরম ফিলাপ করা
  • ক্যাপচার এন্ট্রি করা
  • টাইপিং করা
  • লিড জেনারেট করা ইত্যাদি ইত্যাদি।

 মূলত উপরের লিস্টে থাকা কাজগুলো করতে হলে অবশ্যই আপনাকে অনলাইনে মাধ্যমে করতে হবে। এবং এই কাজগুলোকে আমরা অনলাইন ডাটা এন্ট্রির কাজ বলতে পারি।


অফলাইন ডাটা এন্ট্রি জব গুলোর মধ্যে যা যা রয়েছে:-

  • পিডিএফ ফাইল থেকে এক্সেলে কনভার্ট করা

অর্থাৎ আপনাকে একটি পিডিএফ ফাইল দিয়ে দেয়া হলো সেখানে অনেক তথ্য থাকতে পারে সেই তথ্যগুলো আপনাকে google শীট বা এক্সেলে গিয়ে, এন্ট্রি করে সেই এক্সেল ফাইলটা বায়ারকে দেয়ার জন্য। 

অথবা এটি এমনও হতে পারে, আপনাকে কিছু ছবি দেওয়া হল যেটা ফটো ফরমেটে আছে ছবি থেকে ঐ তথ্য গুলো আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আপনাকে টাইপ করতে হবে।

আর ডাটা এন্ট্রির যে জব গুলো আছে, যেগুলো আপনি অফলাইনে সম্বোধন করবেন এগুলোকে আমরা অফলাইন ডাটা এন্ট্রি জব বলতে পারি। 

এগুলো ছাড়াও আপনারা অনেক ধরনের ডাটা এন্ট্রির কাজ পাবেন, আপনি যদি google এ গিয়ে সার্চ করেন ডাটা এন্ট্রি টাইপ লিখে তাহলে কিন্তু এ ধরনের কাজের লিস্ট গুলো পেয়ে যাবেন।


চলুন দেখে নিই লিড জেনারেশন কিভাবে করতে হয়?

অনলাইন মার্কেটপ্লেস গুলোর মধ্যে যে কাজটি সবচাইতে বেশি অ্যাভেলেবেল, যে কাজটা আপনি খুব সহজেই করতে পারবেন সেই কাজটি হচ্ছে লিফ জেনারেশন। লিট জেনারেশন বলতে বোঝায় যে আপনি কোন একটা প্রতিষ্ঠান বা একটি ব্যক্তির তথ্য সংগ্রহ করে দিবেন 

যেমন: ফোন নাম্বার, ইমেইল, অথবা তার ঠিকানা এইগুলো আপনি অনলাইনে গুগলে সার্চ করে আপনি সেই তথ্য বা ডেটা টা আপনি জেনারেট করবেন। মূলত এটি হলো লিট জেনারেশন।

তো এই লিট জেনারেশন কাজটি করেও কিন্তু আপনারা অনলাইন থেকে ভালো পরিমান টাকা আয় করতে পারেন। আর এই লিড জেনারেশন এর মধ্যে সবচাইতে পপুলার কাজ হচ্ছে বি টু বি জেনারেশন মানে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। 


তো আপনি চাইলেই কিন্তু এই কাজটি শিখে অনলাইন থেকে একটি ভালো মানের আর্নিং করতে পারেন। আর এই কাজটি ফ্রিতে শিখতে হলে আপনাকে  ইউটিউব অথবা গুগলে গিয়ে লিড জেনারেশন বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করলেই অনেক ভিডিও অথবা search result পেয়ে যাবেন।

তো আপনি গুগল অথবা ইউটিউব থেকে ভিডিও দেখে আপনি লিড জেনারেশনের কাজগুলো খুব সহজেই শিখে নিতে পারেন।

ডাটা এন্ট্রির কাজগুলো কোথায় পাবেন? 

অনলাইনে অনেক ধরনের মার্কেট প্লেস (ওয়েব সাইট) আছে তার মধ্যে ফাইবার, ফ্রিল্যান্সার ,আপ-ওয়ার্ক, এই মার্কেটপ্লেস গুলো হচ্ছে সবচাইতে বেশি পপুলার। এই সবগুলো মার্কেট প্লেসেই আপনি ডাটা এন্ট্রি রিলেটেড অনেক কাজ পাবেন।

এই মার্কেট প্লেস (ওয়েব সাইট)  গিয়েও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এবং ডাটা এন্ট্রির কাজ করতে পারেন।

ডাটা এন্ট্রি জব এর ভবিষ্যৎ কি?

আপনার মনের মধ্যে যদি প্রশ্ন থাকে ডাটা এন্ট্রি তো শিখব তো এই ডাটা এন্ট্রি শিখে লাভ কি এর ভবিষ্যৎ কেমন ভবিষ্যতে কি কাজ পাওয়া যাবে? তাহলে শুনুন ডাটা এন্ট্রি যতদিন অনলাইন থাকবে ততদিন ডাটা এন্ট্রির কাজও থাকবে।

কারণ বড় বড় কোম্পানিগুলো যতদিন সারভাইভ করবে ততদিন তাদের ডাটা সংরক্ষণের জন্য তারা ডাটা এন্ট্রির কাজ যারা পারে তাদেরকে হায়ার করবে।

অতএব আমরা এক কথায় বলতে পারি ডাটা এন্ট্রি সেক্টরটা ভবিষ্যতে আরও বড় হবে  এবং কাজের সংখ্যাও আরো দিন দিন বাড়বে। তাই আপনি চাইলেই ডাটা এন্ট্রির কাজ শিখে রাখতে পারেন। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন ডাটা এন্ট্রি কি এখন চলুন জেনে নেই ডাটা এন্ট্রি থেকে কত টাকা ইনকাম করা পসিবল।

ডাটা এন্ট্রির কাজ করে অনলাইন থেকে কত টাকা মাসে ইনকাম করা সম্ভব?

ইনকামে এখানে কোন ধরনের লিমিট কিন্তু নেই। একেক জন একেক ধরনের আর্নিং করে থাকে,  আপনি যখন অর্ডার কন্টিনিউয়াসলি পেতে থাকবেন। তখন আপনি এভারেজ এ প্রতিমাসে ২০ থেকে ৫০ হাজার টাকা আপনি এই ডাটা এন্ট্রি জব করে ইজিলি আর্নিং করতে পারবেন।

তবে আবার কখনো কখনো এর চাইতে অনেক কমও কিন্তু আপনি আর্নিং করতে পারেন। সবকিছু ডিপেন্ড করবে আপনার কাজ পাওয়ার উপরে। তবে এটা ঠিক যে আপনার প্রোফাইলটা পপুলার বা রেঙ্ক করে যাওয়ার পরে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তখন আপনি অনায়াসে ২০ থেকে ৩৫ হাজার কিংবা ৪০ হাজার বা তার বেশি ইনকাম করতে পারবেন।


শেষ কথা:-
তো পাঠক আশা করছি আপনি এই আর্টিকেল পড়ে খুব সহজে বুঝতে পেরেছেন ডাটা এন্ট্রি সম্পর্কে। যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন।